ঝালমুড়ি রেসিপি-ঘরেই তৈরি করুন সুস্বাদু ঝালমুড়ি
বার্গার বানানোর সহজ রেসিপিঝালমুড়ি রেসিপি তৈরি করার সহজ পদ্ধতি নিয়ে থাকছে আমার আজকের লেখা।আমরা রাস্তাঘাটে প্রায় সময় ই মামাদের কাছে থেকে ঝালমুড়ি খেয়ে থাকি।ছোট বড় সকলের এই ঝালমুড়ি পছন্দের একটি খাবার।
তাই আজ আমি আপনাদের সাথে ঝালমুড়ি রেসিপি কিভাবে ঘরেই তৈরি করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো।তাই দেরি না করে চলুন জেনে নিই ঘরোয়া উপায়ে কিভাবে সুস্বাদু ঝালমুড়ি বানানো যায়।
পেজ সূচিপত্রঃ ঝালমুড়ি রেসিপি-ঘরেই তৈরি করুন সুস্বাদু ঝালমুড়ি
- ঝালমুড়ি তৈরি করতে কি কি লাগে
- ঝালমুড়ি তৈরির উপকরণ
- ঝালমুড়ি তৈরির প্রস্তুত প্রণালী
- ঝালমুড়ি মসলা কিভাবে বানায়
- ঝালমুড়ি মসলা বানানোর প্রস্তুত প্রণালী
- আমার শেষ মতামত
ঝালমুড়ি তৈরি করতে কি কি লাগেঃ
ঝাল মুড়ি তৈরি করতে যে সকল উপাদান প্রয়োজন তার মধ্যে মুড়ি অন্যতম।এছাড়া কাচা পেঁয়াজ , মরিচ , শসা , গাজর , বাদাম ও বিভিন্ন ধরনের মসলা দিয়ে তৈরি করা হয় মজাদার ঝালমুড়ি।ঝাল মুড়ির স্বাদ নির্ভর করে পারফেক্ট ভাবে ঝাল মুড়ির মসলা তৈরির উপর।
আরও পড়ুনঃএগ রোল বানানোর পদ্ধতি
যদি ঝাল মুড়ির মসলা পারফেক্ট ভাবে তৈরি করা হয় তবেই ঝালমুড়িটি খেতে সুস্বাদু হবে।তাই আজ আমি আপনাদের সাথে ঘরোয়া ভাবে ঝাল মুড়ি মসলা তৈরি থেকে শুরু করে ঝাল মুড়ি বানানোর পদ্ধতি গুলো বিস্তারিতভাবে আলোচনা করব।
ঝালমুড়ি তৈরির উপকরণঃ
ঝালমুড়ি তৈরির উপকরণ গুলো হলোঃ
- মুড়ি ১ কাপ
- চানাচুর ১/২ কাপ
- পেঁয়াজ কুচি ১ টি
- কাঁচা মরিচ কুচি ৪ থকে ৫ টি
- ধনিয়া পাতা কুচি
- বাদাম ১/২ কাপ
- সিদ্ধ ছোলা ১/৪ কাপ
- চাট মসলা ১/২ চা চামচ
- শসা কুচি ১/৪ কাপ
- স্বাদমতো লবণ
- ঝালমুড়ির মসলা ২ টেবিল চামচ।
ঝালমুড়ি তৈরির প্রস্তুত প্রণালীঃ
ঝালমুড়ি তৈরির জন্য প্রথমে একটি পাত্রে ১ কাপ মুড়ি , ১/২ কাপ চানাচুর,১/২ কাপ বাদাম দিয়ে মিশিয়ে নিব।এরপর ১ টি কাঁচা পেঁয়াজ , ৪ থেকে ৫ টি কাঁচা মরিচ ও অল্প পরিমাণে ধনিয়া পাতা কুচি করে নেব।এরপর এতে স্বাদমতো লবণ , ১/২ চা চামচ চাট মসলা ও দুই টেবিল চামচ আগে থেকে তৈরি করা ঝাল মুড়ির মসলা বা তেল দিয়ে মাখিয়ে নেব।
এরপর মিশানো মুড়ি ও মসলাগুলো ভালোভাবে মাখিয়ে নেব।এরপর এতে আগে থেকে সিদ্ধ করে নেওয়া সিদ্ধ ছোলা ও শশা কুচি দিয়ে আরও একটু ভালোভাবে মাখিয়ে নিব।তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার ঝালমুড়ি।
ঝালমুড়ি মসলা কিভাবে বানায়ঃ
ঝালমুড়ি বানানোর জন্য সব থেকে প্রধান উপকরন হল এই ঝালমুড়ির মসলা বা তেল। এই মসলার উপর নির্ভর করে ঝালমুড়ির স্বাদ। তাই চলুন জেনে নিই ঝাল মুড়ির মসলা কিভাবে বানায়,
- পেঁয়াজ বাটা ১ কাপ
- আদা বাটা ২ টেবিল চামচ
- রসুন বাটা ২ টেবিল চামচ
- সরিষা বাটা ২ টেবিল চামচ
- দারচিনি ৩ থেকে ৪ টি
- তেজপাতা ২ থেকে ৩ টি
- লবঙ্গ ১ টেবিল চামচ
- এলাচ ১০ থেকে ১২ টি
- মরিচ গুঁড়া ১/২ টেবিল চামচ
- হলুদ গুঁড়া ১/২ টেবিল চামচ
- পাঁচফোড়ন ১ টেবিল চামচ
- ধনিয়া গুড়া ১ টেবিল চামচ
- বিট লবণ ১ টেবিল চামচ
- সরিষা তেল ২ কাপ
- গোলমরিচ ১ টেবিল চামচ
- স্বাদমতো লবণ
ঝালমুড়ি মসলা বানানোর প্রস্তুত প্রণালীঃ
ঝাল মুড়ি মসলা বানানোর জন্য প্রথমে একটি গুড়া মশলা তৈরি করে নিতে হবে এজন্য চুলায় একটি শুকনো প্যান বসিয়ে তাতে দারুচিনি, তেজপাত, লবঙ্গ , এলাচ গোলমরিচ পাঁচফোড়ন দিয়ে শুকনো করে ভেজে নেব।এরপর একটি ব্লেন্ডারের সাহায্যে শুকনো মশলা গুলো গুঁড়ো করে নেব।
যদি হাতের কাছে ব্লেন্ডার না থাকে তাহলে সিলনোড়া দিয়ে এটি গুড়া করে নিতে পারেন।এরপর চুলায় একটি প্যান বসিয়ে তাতে ২ কাপ সরিষা তেল দিয়ে এতে একে একে ১ কাপ পেঁয়াজ বাটা , ২ টেবিল চামচ আদা বাটা , ২ টেবিল চামচ রসুন বাটা ,১/২ টেবিল চামচ মরিচ গুঁড়া , ১/২ টেবিল চামচ হলুদ গুঁড়া ও সামান্য পরিমাণে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব।
৫ মিনিট কষিয়ে নেওয়ার পর এতে আগে থেকে কাঁচা মরিচ ও সরিষা একসাথে বেটে রাখা ২ টেবিল চামচ দিয়ে দিব। এরপর এতে স্বাদমতো লবণ দিয়ে আরো ৫ মিনিট কষিয়ে নেব।
এরপর যখন মসলাটি ভালোমতো ভাজা হয়ে উপরে তেল ভেসে উঠবে তখন এতে সামান্য বিট লবণ দিয়ে আরো একটু ভালোভাবে নেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ঝালমুড়ি বানানোর মসলা।
আমার শেষ মতামতঃ
আমি আমার আজকের আর্টিকেলে ঝাল মুড়ি তৈরির মশলা বানানো থেকে শুরু করে ঝাল মুড়ি বানানোর রেসিপি পদ্ধতিটি শেয়ার করেছি।আশা করছি আমার এই ঝালমুড়ি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে।আপনারা চাইলে আমার এই রেসিপিটি অনুসরণ করে ঝাল মুড়ির মসলা এবং ঝালমুড়ি তৈরি করতে পারেন।নিত্য নতুন এমন আরো রেসিপি দেখতে হলে আমার সাইটটি ভিজিট করতে ভুলবেন না।এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।
কন্টাক্ট আর্টিকেল এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url