আলু দিয়ে ফর্সা হওয়ার উপায়-জানুন বিস্তারিত
কমলার খোসা দিয়ে ফেসপ্যাকআলু দিয়ে ফর্সা হওয়ার উপায় এটি নিয়ে থাকছে আমার আজকের আর্টিকেলের বিষয়।আলু আমরা সাধারণত সবজি হিসেবে খেয়ে থাকি।তবে ত্বকের যত্নে আলুর ব্যাপক উপকারিতা রয়েছে ।এটি আমাদের ত্বকে থাকা বিভিন্ন সমস্যা দুর করতে সাহাজ্য করে থাকে।
আজ আমি আপনাদের সাথে আমার জানা সহজ কয়েকটি ব্যবহার সম্পর্কে আলোচনা করবো যা ত্বক উজ্জ্বল ও ফর্সা করতে সাহাজ্য করবে।তাই চলুন আলু দিয়ে কিভাবে ফর্সা হওয়া যায় সে সম্পরকে বিস্তারিত জেনে নিই।
পেজ সূচিপত্রঃ আলু দিয়ে ফর্সা হওয়ার উপায়-জানুন বিস্তারিত
- আলুর রস মুখে মাখলে কি হয়
- আলুর ফেসপ্যাক
- আলুর রস ও বেসন
- আলুর রস ও মধু
- আলুর রস ও হলুদ
- আলুর ফেস স্ক্রাব
- আমার শেষ মতামত
আলুর রস মুখে মাখলে কি হয় ঃ
আলুর রস ত্বকের জন্য অনেক উপকার করে থাকে।আলুর রসে থাকা ভিটামিন সি ত্বকের জন্য উপকারি।নিয়মিত আলুর রস মুখে মাখলে ত্বক উজ্জ্বল এবং টানটান হয়। সপ্তাহে দুইদিন আলুর রস বা আলু দিয়ে তৈরি যেকোনো ফেসপ্যাক বা স্ক্রাব ব্যবহার করলে এটি ত্বকের কালচে ভাব দুর করে ত্বক ফর্সা করতে সাহাজ্য করে।
আরো পড়ুনঃ বেসন দিয়ে ফেসপ্যাক
তবে আলু সবার ত্বকে সহ্য হবে এমন টা নয়।আলু প্রায় সবার ত্বকে ই ভালো কাজ করে থাকে তবে যাদের ত্বকে সমস্যা হয় তাদের এটি এড়িয়ে চলা উচিৎ।
আলুর রসের ফেসপ্যাকঃ
প্রতিদিনের ত্বকের যত্নে আমরা নানা ধরনের ফেসপ্যাক ব্যবহার করে থাকি। , একেক ধরনের ফেসপ্যাক আমাদের ত্বকে একেক রকম কাজ করে থাকে। অন্যান্য ফেসপ্যাক এর তুলনায় আলু দিয়ে তৈরি ফেসপ্যাক ত্বক ভালো রাখতে খুব ভালো কাজ করে থাকে।
ত্বকের বিভিন্ন রকম সমস্যা দূর করে ত্বককে সুস্থ রাখতে এই আলুর ফেসপ্যাক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।আজ আমি আপনাদের সাথে এমন কয়েকটি আলুর ফেসপ্যাক শেয়ার করব যা আপনাদের ত্বকের জন্য ভীষণ কার্যকারী হবে। চলুন জেনে নেই কিভাবে আলু দিয়ে এই ফেসপ্যাকগুলো তৈরি করা যায়।
আলুর রস ও বেসনঃ
আলুর রস ও বেসন দিয়ে এই ফেসপ্যাকটি বানানোর জন্য প্রথমে একটি পাত্রে ২ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ আলুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ।
এরপর পরিষ্কার ত্বকে প্যাকটি লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে শুকিয়ে নিতে হবে। এরপর হালকা উষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করলে এটি ত্বকে থাকা অতিরিক্ত তেল দূর করে ত্বক উজ্জ্বল ও টানটান রাখতে সাহাজ্য করবে।
আলুর রস ও মধুঃ
শীতকালে এই আলুর রস ও মধু দিয়ে তৈরি ফেসপ্যাকটি ত্বকের জন্য খুব ভালো কাজ করে থাকে। এটি ত্বকের কালচে ভাব দূর করে ত্বক মসৃণ রাখতে সাহায্য করে।
আলুর রস ও মধু দিয়ে এই ফেস প্যাকটিক বানানোর জন্য প্রথমে একটি পরিষ্কার পাত্রে এক টেবিল চামচ আলুর রস ও এক চা চামচ মধু নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব।
এরপর পরিষ্কার ত্বকে একটি তুলোর সাহায্যে প্যাকটির মধ্যে ডুবিয়ে সমস্ত মুখে ভালোভাবে লাগিয়ে নিব। এটি ত্বকে ১০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। সপ্তাহে দুইদিন এই প্যাকটি ব্যবহার করলে তক হবে মসৃণ ও নরম।
আলুর রস ও হলুদঃ
আলুর রস এবং হলুদ দিয়ে তৈরি এই ফেস প্যাকটি চোখের নিচে থাকা কালো দাগ দূর করতে খুব ভালো কাজ করে থাকে। এজন্য একটি পাত্রে এক চা চামচ আলুর রস ও এতে হাফ চা চামচ হলুদ গুঁড়ো নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ।
আরো পড়ুনঃ অ্যালোভেরা জেল এর উপকারিতা
এরপর পরিষ্কার ত্বকে এই প্যাকটি চোখের নিচে ও উপরে রেখে শুকিয়ে আসা পর্যন্ত রেখে দিতে হবে।এটি শুকিয়ে এলে আলতো হাতে মাসাজ করে তুলে নিতে হবে। প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন এটি ব্যবহার করলে চোখের নিচের ডার্ক সার্কেল দূর করতে সাহায্য করবে।
আলুর ফেস স্ক্রাবঃ
আলু দিয়ে তৈরি স্ক্রাব মুখে ব্যবহার করলে এটি ত্বকের মরা কোষ দূর করতে সাহায্য করে এবং ত্বকে প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে।আলুর স্ক্রাব বানানোর জন্য একটি আলু পরিষ্কারভাবে ধুয়ে গ্রেটারে গ্রেট করে নিব।
এরপর এতে এক চা চামচ মধু , হাফ চা চামচ চিনির গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব।এরপর একটি পরিষ্কার কাপড় দিয়ে আমাদের ত্বকটি পরিষ্কার করে নেব।এরপর এই স্ক্রাবটি মুখে লাগিয়ে আলতো হাতে মাসাজ করে নিব।
অবশ্যই আলতো হাতে মাসাজ করতে হবে এটি দিয়ে ত্বকে জোরে জোরে ঘষাঘষি করা যাবে না।আলতো হাতে মেসেজ করার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে।
সপ্তাহে একবার এই স্ক্রাবটি ব্যবহার করলে এটি ত্বকের মরা চামড়া দূর করতে এবং ত্বকে চকচকে ভাব আনতে সাহায্য করে।
আমার শেষ মতামতঃ
আমি আমার আজকের আর্টিকেলে আলুর রস দিয়ে কিভাবে ফর্সা হওয়া যায় তা নিয়ে আলোচনা করেছি।আশা করছি আমার দেওয়া এই টিপস গুলো অনুসরন করে ফেস প্যাক বানিয়ে আপনারা ত্বকের যত্ন নিতে পারবেন।নিত্য নতুন এমন বিউটি টিপস পেতে আমার এই সাইট টি ভিজিট করতে ভুলবেন না ।এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।
কন্টাক্ট আর্টিকেল এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url